শনিবার,

২১ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ৬ ১৪৩১

XFilesBd

শিরোনাম

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু শনিবার উজানের দেশগুলোর কাছে বন্যা পূর্বাভাসের তথ্য চাওয়া হবে : পানি সম্পদ উপদেষ্টা নোয়াখালীতে পানি কমছে, ত্রাণ বিতরণ অব্যাহত আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলে হাইকোর্টে রিট দেশের ১২ সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ শেখ হাসিনা মেনন ইনুসহ ২৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা হত্যাকান্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকান্ডের বিচার হবে নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী সাবেক আইজিপি বেনজীরের সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের হবিগঞ্জের কার ও ট্রাকের সংঘর্ষে নারীসহ নিহত ৫ যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

মরহুম স্কোয়াড্রন লীডার মোঃ সাইফুল মনির এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

প্রকাশিত: ২২:১৯, ৬ অক্টোবর ২০২৪

মরহুম স্কোয়াড্রন লীডার মোঃ সাইফুল মনির এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

স্কোয়াড্রন লীডার মোঃ সাইফুল মনির গত শুক্রবার (০৪-১০-২০২৪) তারিখ রাত ১১:৫৫ ঘটিকায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৩ বছর। তিনি স্ত্রী, দুই কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

স্কোয়াড্রন লীডার মোঃ সাইফুল মনির ৩০ নভেম্বর ১৯৯০ তারিখে বরগুনা জেলার আংগারপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ০১ জানুয়ারি ২০০৮ তারিখে বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করেন এবং ০১ ডিসেম্বর ২০০৯ তারিখে ক্যাডেটদের জন্য সর্বোচ্চ সম্মান “সোর্ড অব অনার” প্রাপ্তিসহ জিডি (পি) শাখায় কমিশন লাভ করেন। ২০১৮ সালে তিনি ব্রেন টিউমার এ আক্রান্ত হন। অসুস্থতাকালীন সময়ে তাকে বাংলাদেশ বিমান বাহিনীর উদ্যোগ ও অর্থায়নে উন্নত চিকিৎসার প্রয়োজনে ২০১৮, ২০২২ সালে সিঙ্গাপুর এবং পরবর্তীতে ২০২৩ সালে ভারতে প্রেরণ করা হয়। কমিশন প্রাপ্তির পর মৃত্যুর পূর্ব পর্যন্ত তাঁর চাকুরিকাল হয়েছিল ১৪ বছর ১০ মাস। অসুস্থতার পূর্বে চাকুরিকালীন সময়ে তিনি বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটে গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ছিলেন।

গত শনিবার (০৫-১০-২০২৪) বরগুনা জেলার আংগারপাড়া নিজ গ্রামে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্কোয়াড্রন লীডার মোঃ সাইফুল মনির এর পরিবারের সদস্যগণ, বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং অন্যান্য পদবীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জানাযা শেষে স্কোয়াড্রন লীডার মোঃ সাইফুল মনির-কে বরগুনায় পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।