বুধবার,

৩০ অক্টোবর ২০২৪

|

কার্তিক ১৪ ১৪৩১

XFilesBd

শিরোনাম

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু শনিবার উজানের দেশগুলোর কাছে বন্যা পূর্বাভাসের তথ্য চাওয়া হবে : পানি সম্পদ উপদেষ্টা নোয়াখালীতে পানি কমছে, ত্রাণ বিতরণ অব্যাহত আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলে হাইকোর্টে রিট দেশের ১২ সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ শেখ হাসিনা মেনন ইনুসহ ২৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা হত্যাকান্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকান্ডের বিচার হবে নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী সাবেক আইজিপি বেনজীরের সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের হবিগঞ্জের কার ও ট্রাকের সংঘর্ষে নারীসহ নিহত ৫ যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

কৃষকই শেখ হাসিনার উন্নয়নের মূল কারিগর : ডেপুটি স্পিকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৩৭, ২৭ সেপ্টেম্বর ২০২৩

কৃষকই শেখ হাসিনার উন্নয়নের মূল কারিগর : ডেপুটি স্পিকার

 বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার  মোঃ শামসুল হক টুকু এমপি বলেছেন, কৃষিভিত্তিক অর্থনীতি চাঙ্গা হলেই কেবল  দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে।  কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষকই  শেখ হাসিনার উন্নয়নের মূল কারিগর।

আজ উন্নয়ন ও অগ্রযাত্রার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার  জন্মদিন উপলক্ষে সাঁথিয়ার পুন্ডুরিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক কৃষক বিনোদন ও সাংস্কৃতিক  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

শামসুল হক টুকু আরো বলেন, মহান জাতির মহান পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে স্বাধীনতা এনে দিয়েছেন। দেশে তিনি সবুজ বিপ্লবের কর্মসূচি হাতে নিয়েছিলেন। আর তাঁর সুযোগ্য কন্যার নেতৃত্বে দেশে আজ কৃষিতে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে। দেশ আজ খাদ্য ঘাটতি নেই, কেউ না খেয়ে মারা যায় না। 

তিনি  বলেন, প্রধানমন্ত্রী দেশে কোন মানুষকে গৃহহীণ থাকতে দিবেন না। সকল ভূমিহীন ও গৃহহীনদেরকে ভূমিসহ ঘর দেয়া হচ্ছে।  তিনি আরও বলেন, মানুষকে শুধু খাদ্য, বস্ত্র ও বাসস্থান দিলেই হবেনা। সুস্থ্য কর্মক্ষম মানুষ হিসেবে গড়ে তোলার জন্য প্রতিটি মানুষের জন্য  পর্যাপ্ত দেশীয় সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সুস্থ বিনোদনের ব্যবস্থা রাখতে  হবে।

কৃষক বিনোদন অনুষ্ঠানে মুক্তিযুদ্ধভিত্তিক নাটিকা, নারী, পুরুষ ও শিশু  কিশোরদের অংশগ্রহণে  বিভিন্ন গ্রামীণ খেলার ফলে দর্শকদের মাঝে আনন্দঘন পরিবেশ তৈরি করে। বিনোদন অনুষ্ঠান শেষে বিভিন্ন খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।  অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত গাওয়া হয় এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

করমজা ইউপি চেয়ারম্যান মোঃ হোসেন আলী বাগচী এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ হাসান আলী খান।