বৃহস্পতিবার,

২১ নভেম্বর ২০২৪

|

অগ্রাহায়ণ ৬ ১৪৩১

XFilesBd

শিরোনাম

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু শনিবার উজানের দেশগুলোর কাছে বন্যা পূর্বাভাসের তথ্য চাওয়া হবে : পানি সম্পদ উপদেষ্টা নোয়াখালীতে পানি কমছে, ত্রাণ বিতরণ অব্যাহত আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলে হাইকোর্টে রিট দেশের ১২ সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ শেখ হাসিনা মেনন ইনুসহ ২৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা হত্যাকান্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকান্ডের বিচার হবে নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী সাবেক আইজিপি বেনজীরের সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের হবিগঞ্জের কার ও ট্রাকের সংঘর্ষে নারীসহ নিহত ৫ যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

পরশুরামে বিএনপি-ছাত্রলীগ পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫৬, ২৩ আগস্ট ২০২২

পরশুরামে বিএনপি-ছাত্রলীগ পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

ফেনীর পরশুরাম বাজারে বিএনপি ও ছাত্রলীগ একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। এর আগে সোমবার রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে একইস্থানে উপজেলা বিএনপি ও ছাত্রলীগ পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে। এ পরিস্থিতিতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা শমশাদ বেগম এ ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘যে কোন অপ্রীতিকর ঘটনা ঠেকাতে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। সকাল ৯ থেকে বিকাল ৫ টা পর্যন্ত তা জারি থাকবে।’

স্থানীয়রা জানান, এর আগে সোমবার সন্ধ্যার পর থেকে উপজেলা ছাত্রলীগের নেতারা বাজারে মহড়া দিয়েছে। বাজারের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেছে।  এতে এলাকায় চরম আতংক ছড়িয়ে পড়ে। রাত ১০টার পর থেকে পরশুরাম বাজারের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের বিকট আওয়াজ স্থানীয় বাসিন্দারা শুনতে পান।  

উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিক জানান, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে উপজেলা বিএনপি মঙ্গলবার সকাল ৯টায় বাজারের স্টেশন রোডে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচি আহবান করে। উক্ত কর্মসূচিতে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা ছিল।’

উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল আহাদ চৌধুরী বলেন, ‘বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে মঙ্গলবার সকাল ৯টায় স্টেশন রোডে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মজুমদার, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল বক্তব্য রাখবেন বলে উল্লেখ করা হয়েছিল।

থানার ওসি সাইফুল ইসলাম জানান, ‘১৪৪ অব্যাহত আছে। পুলিশ বাজারে টহল দিচ্ছে। পরিস্থিতি শান্ত রয়েছে।’